Earn while you Learn

Dec 13, 2021

প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন উন্নত প্রযুক্তি বান্ধব দক্ষ মানব শক্তি । LCBS Dhaka সেই দক্ষ মানব সম্পদ তৈরির আকাঙ্ক্ষা নিয়েই Lithan Institute এর যুগান্তকারী উদ্যোগ কর্মমূখী অনার্স এবং মাস্টার্স ডিগ্রী প্রোগ্রাম বাংলাদেশে শুরু করেছে । আধুনিক বিশ্ব ব্যাবস্থাপনা এবং ডিজিটাল ট্রান্সফরমেশণের চ্যালঞ্জ উত্তরণে  LCBS Dhaka and Lithan Singapore, GLocal ( Global Yet Local)  Talent তৈরির  জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

LCBS Dhaka , GLocal ( Global Yet Local)  Talent এর অধীন  

Hons In :-  

  1. Software Engineering
  2. Business Management (Marketing)

Masters In :-

  1.  Software Engineering
  2.  Business Management (Marketing)

বিস্তারিত জানতে :- https://crm.lcbsdhaka.com/view.php?id=262649

অনার্স (৪ছর) এবং মাস্টার্স ডিগ্রী(২ বছর)  প্রোগ্রাম গতানুতিক ডিগ্রীর চেয়ে অনেকটাই ভিন্ন। 

একটু জেনে নেই কি সেই ভিন্নতা ;

১. অনার্স এবং মাস্টার্স শিক্ষার্থীদের  প্রথম ১ বছর /৬ মাসের বুট ক্যাম্পের মাধ্যমে চাকরীর উপযোগী করে গড়ে তোলা হবে । এই ১বছর /৬ মাস সে  ফুল টাইম  শিক্ষার্থী হিসেবে সপ্তাহে ৫ দিন (৪০ ঘন্টা) প্রতিদিন ৮ ঘন্টা ক্লাস, আসাইনমেন্ট, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল করবে। 

২. ১ বছর/ ৬ মাস বুটক্যাম্প শেষে তাকে আমরা বিশ্বের স্বনাম ধন্য ২০০০ বহুজাতিক  প্রতিষ্ঠানের যে কোন একটিতে তাকে শিক্ষানবিশ হিসেবে নিশ্চিত চাকরীর সুযোগ করে দিব এবং পরবর্তী ৩ বছর/ ১৮ মাস সে ফুল্টাইম চাকরী এবং পার্ট টাইম শিক্ষার্থী হিসেবে তার ডিগ্রী শেষ করবে। এই সময়ে তার সপ্তাহে ক্লাস থাকবে ৬ ঘন্টা। 

৩. ৪ বছরে একজন অনার্স শিক্ষার্থীকে  তার পড়ালেখার জন্য ১২০০০ ডলার  এবং মাস্টার্স শক্ষার্থীকে ৮০০০ ডলার ব্যয়  করতে হবে । কিন্ত একজন অনার্স শক্ষার্থী এই সময়ে ১৬২০০ ডলার এবং মাস্টার্স শক্ষার্থী ৭২০০ ডলার পর্যন্ত আয়ের সুযোগ পাচ্ছে । সেই ক্ষেত্রে ১ম বছর/৬ মাস প্রতি মাসের শিক্ষা ব্যয়ের বাইরে তার নিজ উৎস থেকে আর শিক্ষার জন্য তাকে ব্যয় করতে হবে না বরং উল্টো সে ব্যয় মিটিয়ে নিজের হাত খরচ চালিয়ে নিতে পারবে। 

৪. অনার্স /মাস্টার্স শেষ হবার পর তার সময় ব্যয় ব্যাতীত আসলে তার আর কোন ব্যয় নেই। এই সময়ের বিনিময়ে সে পাবে UK, Europe এর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যাল্য় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ডিজিটাল বিজনেস ম্যাঞ্জমেণ্ট এ অনার্স /মাস্টার্স ডিগ্রী , পাশাপাশি ৩বছর/ ১৮ মাসের বহুজাতিক কোম্পানীতে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা সনদ। 

৫. ঘরে বসেই একজন শিক্ষার্থী বৈশ্বিক ডিগ্রী অর্জনের পাশাপাশি , বহুজাতিক কোম্পানীতে চাকরীর অভিজ্ঞতা অর্জন করবে  অর্থাৎ locally অবস্থান করেও সে একজন global নাগরিক হিসবে নিজেকে তুলে ধরতে পারবে।  

বর্তমান প্রযুক্তি নির্ভর অর্থনীতির এই যুগে  উৎকর্ষতা এবং দক্ষতা বৃদ্ধির সীমানা আকশ ছোঁয়া। করোনার প্রকোপ বিশ্বকে আরও দ্রুত ডিজিটালাইজশনের দিকে ধাবিত করেছে। যে দেশ যত দ্রুত ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য জনশক্তি তৈরী করে নিজেদের প্রস্তুত করবে সেই দেশ আগামীর অর্থনীতিসহ সর্বক্ষেত্রে তাদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারবে।

বর্তমান এবং আগামীর ডিজিটাল ব্যাবস্থাপনার সাথে মানিয়ে চলতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত? বর্তমান শিক্ষা ব্যাবস্থা আগামীর ডিজিটাল বিশ্বের চ্যালঞ্জ মোকাবেলায় কার্যকর কি না তা এক বড় জিজ্ঞাসা। 

আমাদের উচ্চ  শিক্ষিত (অনার্স এবং মাস্টার্স পাশ)  জনগোষ্ঠীর প্রায় ৪৭%) কর্মহীন যা আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে বড় অন্তরায়। এক্ষুনি  বাংলাদেশ যদি এই অন্তরায় উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারে তবে  উন্নত বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে। 

আর তাই  ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় , বৈশ্বিক ডিজিটাল ট্রান্সফরমেশনের উপযোগী হিসবে নিজিকে গড়ে তুলতে LCBS Dhaka এবং Lithan এর কর্ম নির্ভর অনার্স/মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত থাকুন  এবং নিজেকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলুন।

For More Details:

Tel: 02-48118935-6, Mobile: 01705-439946, Hotline: 09678 505050 WhatsApp: 01705-439940 Email: educlaas@lcbsdhaka.com, info@lcbsdhka.com

Address: House # 120, Road # 9/A, Shankar Bus Stand, Dhanmondi, Dhaka -1209

Visit Us:

https://educlaas.lcbsdhaka.com/

Facebook: www.facebook.com/lcbsdhaka.educlaas

YouTube: www.youtube.com/Lcbsdhaka

#ACCA #Lithan #educlaas #lcbs #lcbsdhaka #earnnLearn #studyabroad #Software_engineering #digital_business #Business_management #eduCLaaS #HigherEducation #BachelorsDegree #SoftwareEngineering #WorkStudy #WorkandEarn 

2 Comments

  1. M M Aman

    এতো কিছু যদি তাহলে আগামী বিশ্ব আপনার।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *